ব্লগে ফিরে যান
ফার্মেসি ব্যবসা

২০২৫ সালে কেন প্রতিটি ফার্মেসির ম্যানেজমেন্ট সফটওয়্যার দরকার

১৬ ডিসেম্বর, ২০২৫
৬ মিনিট
MedKhata টিম
Pharmacy Management

২০২৫ সালে ফার্মেসি ব্যবসা চালানোর স্টাইল বদলে গেছে। আগের মতো কাগজে-পেন দিয়ে হিসাব রাখলে আর চলবে না। জেনে নিন কেন স্মার্ট ফার্মেসি মালিকরা MedKhata বেছে নিচ্ছেন আর প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় বাঁচাচ্ছেন।

১. প্রতিদিন ৩-৪ ঘন্টা সময় বাঁচান

সবচেয়ে বড় সমস্যা? অর্ডার প্রসেস করতে সময়। ম্যানুয়ালি হিসাব করতে প্রতিটা অর্ডারে ১০-১৫ মিনিট লাগে। দিনে ২০টা অর্ডার মানে ৫ ঘন্টা! MedKhata দিয়ে একই কাজ ৩০ মিনিটে। QR স্ক্যান করলেই সব ওষুধের লিস্ট আসে, দাম অটোমেটিক হিসাব হয়। বাঁচা সময়ে আরও বেশি কাস্টমার সার্ভিস দিন।

২. QR দিয়ে অর্ডার - কোনো হিসাব লাগবে না

এটাই MedKhata-র সবচেয়ে বড় ফিচার। কাস্টমার অ্যাপে ওষুধের লিস্ট তৈরি করে, QR কোড জেনারেট হয়। আপনি সেই QR স্ক্যান করলেই সব ওষুধের নাম, জেনেরিক, দাম - সব আপনার স্ক্রিনে। ক্যালকুলেটর বের করা লাগবে না, কাগজে লিখতে হবে না। সব অটোমেটিক। ভুলের সম্ভাবনা ০%।

৩. স্টক ম্যানেজমেন্ট - আর কষ্ট না

কোন ওষুধ কত আছে, কবে শেষ হবে, কবে অর্ডার করতে হবে - সব এক ক্লিকে দেখুন। এক্সপায়ারি ডেট ট্র্যাক করুন সহজে। নষ্ট ওষুধের লস কমান। অটোমেটিক লো-স্টক অ্যালার্ট পান। মালিকানা হারাবেন না, প্রফিট বাড়বে।

৪. সেলস রিপোর্ট - ব্যবসা বুঝুন

কোন ওষুধ বেশি বিক্রি হয়, কোন সময়ে বেশি সেল হয়, কাস্টমার কী চায় - সব ডাটা হাতের মুঠোয়। দৈনিক, সাপ্তাহিক, মাসিক রিপোর্ট দেখুন। স্মার্ট ডিসিশন নিন, স্টক ঠিক রাখুন, প্রফিট ম্যাক্সিমাইজ করুন।

৫. ইনভয়েস আর পেমেন্ট ঝামেলা শেষ

হিসাব-নিকাশ নিয়ে আর মাথাব্যথা নেই। প্রতিটা অর্ডারের ইনভয়েস অটোমেটিক জেনারেট। পেন্ডিং পেমেন্ট ট্র্যাক করুন সহজে। কাস্টমারের সাথে সব হিসাব ক্লিয়ার। ঝামেলা কম, সম্পর্ক ভালো।

৬. মাল্টিপল ইউজার - টিমের সাথে কাজ করুন

আপনি একা না, স্টাফ, ম্যানেজার - সবাই একসাথে কাজ করুন। আলাদা আলাদা অ্যাক্সেস দিন। ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করুন সহজে। স্টোরের সব কাজ স্মুথলি চলবে।

৭. বাংলা সাপোর্ট - নিজের ভাষায়

সব কিছু বাংলায়। ট্রেনিং লাগবে না। যেকেউ যেকোনো সময় ব্যবহার করতে পারবেন। সাপোর্ট টিম বাংলায় হেল্প করবে। কোনো সমস্যা হলে সঙ্গে সমাধান।

ফার্মেসি মালিকদের জন্য টিপস

  • প্রথম মাস মাত্র ৳৩৫০ দিয়ে ট্রাই করুন - ঝুঁকিহীন
  • QR অর্ডার সিস্টেম চালু করুন সব কাস্টমারের জন্য
  • স্টফদের অ্যাপ ইউজ করতে শেখান
  • রেগুলার সেলস রিপোর্ট চেক করুন
  • কাস্টমারদের MedKhata অ্যাপ ইউজ করতে উৎসাহিত করুন

ফার্মেসি ব্যবসা বদলানোর সময়!

২০২৫ সালে সফল ফার্মেসি মালিকরা আর কাগজে হিসাব রাখেন না। MedKhata দিয়ে প্রতিদিন ৩-৪ ঘন্টা বাঁচান, QR অর্ডারে ঝুঁকি শূন্য করুন, আর ব্যবসা বড় করুন। বিকাশ, নগদ, রকেট - সব পেমেন্ট মেথড সাপোর্ট। প্রথম মাসে পছন্দ না হলে বাদ দিন - কোনো লস নাই। আজই শুরু করুন!

ফ্রি ট্রায়াল শুরু করুন